Site icon Jamuna Television

১০ লাখের বেশি পর্নো ছবি-ভিডিওসহ গায়ক গ্রেফতার

প্রতীকী ছবি।

১০ লাখের বেশি পর্নোগ্রাফির ছবি ও ভিডিওসহ শনিবার (১৮ ডিসেম্বর) ইতালিয়ান এক সংগীতশিল্পীকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৯ বছর বয়সী ওই সংগীতশিল্পী ২০ বছর ধরে শিশুদের পর্নোগ্রাফির ছবি ও ভিডিও সংগ্রহ করতেন বলে জানিয়েছে পুলিশ।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ইতালির মার্চে অঞ্চলের উপকূলীয় শহর অ্যাঙ্কোনা থেকে ওই সংগীতশিল্পীকে গ্রেফতার করা হয়। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই সংগীতশিল্পী পর্নোগ্রাফির ছবি ও ভিডিওগুলোকে বিভিন্ন হার্ড ডিস্ক, অপটিক্যাল মিডিয়া এবং একটি স্মার্টফোনের মধ্যে রেখেছিলেন। ওই ব্যক্তি ছবি ও ভিডিও’র ধরন এবং শিশুদের বয়স অনুসারে সাজিয়ে বিভিন্ন ফোল্ডারে সেগুলো সংরক্ষণ করেছিলেন।

ওই সংগীতশিল্পী শিশুদের গান শেখাতেন। তবে তার বিরুদ্ধে শিশুদের ওপর নিপীড়নের কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন: কোমায় থাকা অবস্থায় মা হয়েছেন, ৫০ দিন পর জেগে দেখলেন সন্তানের মুখ!

Exit mobile version