Site icon Jamuna Television

মৃত মায়ের ছবি বুকে নিয়ে বিয়ের আসরে কনে

ছবি: সংগৃহীত।

প্রয়াত মায়ের ছবি হাতে নিয়ে কনের বিয়ের আসরে প্রবেশের একটি হৃদয়স্পর্শী ভিডিও বহু মানুষকে আবেগাপ্লুত করেছে। পাকিস্তানের একটি বিয়ের অনুষ্ঠানের ফুটেজে দেখা যায়, কনে তার মায়ের ছবি নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করার সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন। একটি লাল বিয়ের পোশাক পরে তাকে তার বাবার সাথে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা যায়। এসময় কনের বাবা নিজেও আবেগপ্রবণ ছিলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আবেগঘন মুহূর্তটির ফুটেজ ফটোগ্রাফার মাহা ওয়াজাহাত খান তার ইনস্টাগ্রামে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, তিনি মাকে হারিয়েছেন এমন সমস্ত কন্যাদের জন্য এটি উৎসর্গ করেন। ভিডিওতে কনের আত্মীয়দেরও তাদের চোখের পানি মুছতে এবং তাকে সান্ত্বনা দিতে দেখা গেছে। ৫৭ সেকেন্ডের ক্লিপটি কনে এবং তার বাবাকে তার বিদায় বা আনুষ্ঠানিক বিদায়ের সময় জড়িয়ে ধরা একটি শট দিয়ে শেষ হয়।

পড়ুন: ২০৭৫ সালের মধ্যে ইসলাম ধর্মের অনুসারী হবে সবচেয়ে বেশি

এটিই প্রথম নয়, এর আগেও অনেক বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবছরের শুরুর দিকে এক কনে তার প্রিয় গান না বাজানো পর্যন্ত অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে অস্বীকার করার ফুটেজ অনলাইনে ব্যাপক ভাইরাল হয়।

Exit mobile version