Site icon Jamuna Television

শেষ ধাপের তফসিল ঘোষণা, ৩১ জানুয়ারি ২১৯ ইউপিতে ভোট

নির্বাচন কমিশন। ফাইল ছবি।

২০২২ এর ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে ২১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। শনিবার (১৮ ডিসেম্বর) ষষ্ঠ ও শেষ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ জানুয়ারি, যাচাই-বাছাই ৬ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি।

উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এটিই শেষ ধাপের ভোট। এরপর যেসব ইউনিয়ন পরিষদ বাকি থেকে যাবে সেগুলোতে বিচ্ছিন্ন ভোটগ্রহণ করবে ইসি।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৯২তম সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

৩১ জানুয়ারি যেসব ইউপিতে নির্বাচন হবে:

Exit mobile version