Site icon Jamuna Television

চিড়িয়াখানার দেয়াল টপকে পালিয়ে গেলো পান্ডা

ছবি: সংগৃহীত।

চীনের বেইজিং চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছে বিশাল আকারের মেং ল্যান নামের ছয় বছর বয়সী একটি পান্ডা। অনলাইনে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সবার সামনে দিয়েই ছয় ফুট উঁচু দেয়াল টপকে পালিয়ে যায় পান্ডাটি।

মেট্রো নিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৫ ডিসেম্বর) চিড়িয়াখানার দর্শনার্থীদের অবাক করে দিয়ে হঠাৎ করে ছয় বছর বয়সী পান্ডাটি দেয়াল টপকাতে শুরু করে। এসময় চিড়িয়াখানার কর্মীরা কৌতূহলী জনতাকে পান্ডাটি থেকে তাদের দূরত্ব বজায় রাখার জন্য বারবার অনুরোধ করেন।

চিড়িয়াখানার এক কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মেং ল্যানকে দুপুরের খাবারের প্রতিশ্রুতি দিয়ে ফেরত আনতে হয়েছে। এদিকে, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই পান্ডার বুদ্ধিমত্তা দেখে অবাক হয়েছেন।

পড়ুন: মৃত মায়ের ছবি বুকে নিয়ে বিয়ের আসরে কনে

চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোকে দেয়া এক সাক্ষাৎকারে বেইজিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মেং ল্যান কখনই মানুষের সামনে আসেনি। আর চিড়িয়াখানায় এমন কোনো স্থান নেই যেখানে দর্শকরা না যেতে পারে। তাই একসাথে এতো মানুষ দেখে পান্ডাটি ঘাবড়ে যায়। তারা আরও জানান, চিড়িয়াখানার এক রক্ষক মেং ল্যানকে দুপুরের খাবারের দেয়ার আশ্বাস দিয়ে ফিরিয়ে আনেন। এ ঘটনার পর তাকে আনন্দে খেলতে দেখা গেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, মেং ল্যানের দুষ্টুমির ঘটনা এই প্রথম না। তবে, এবার তার ঘরের নিরাপত্তা আরও জোরদার করা হবে যেন সে আর পালানোর চেষ্টা না করে।

Exit mobile version