Site icon Jamuna Television

কক্সবাজারে সাগরে গোসল; অসুস্থ পর্যটকের হাসপাতালে মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে সাগরে গোসল করার পর অসুস্থ হয়ে পড়া একজন পর্যটকের হাসপাতালে মৃত্যু ঘটেছে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

আজ শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত এস এম মাহাবুবুজ্জামান (৪১) নামের উক্ত পর্যটক ঢাকার উত্তরা ৭নং সেক্টরের মো. বদিউজ্জামানের ছেলে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, মারা যাওয়া পর্যটক আরও দুই বন্ধুসহ শুক্রবার কক্সবাজার ভ্রমণে এসে কলাতলী এলাকায় সী ক্রাউন নামের একটি হোটেলে উঠেন। আজ বেলা আড়াইটার দিকে সাগরে গোসল করে এসে রুমে গরম পানি দিয়ে আবার গোসল করার পর শরীর খারাপ লাগছে বললে সবাই তাকে নিয়ে ‘কক্সবাজার ইউনিয়ন’ হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে বিকালে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত পর্যটকের ভাই মো. মার্শাল খবর পেয়ে সন্ধায় কক্সবাজারে পৌঁছে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য কক্সবাজার সদর থানায় আবেদন করেছেন।

জেডআই/

Exit mobile version