Site icon Jamuna Television

শচীন, গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন রুট

ছবি: সংগৃহীত।

চলমান অ্যাশেজে দল হিসাবে ইংল্যান্ডের পারফরমেন্স হতাশাজনক হলেও আপন আলোয় উজ্জ্বল অধিনায়ক জো রুট। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে তার দল ২৩৬ রানে অলআউট হলেও ৬২ রান করে ফর্ম ধরে রাখেন তিনি।

এই ৬২ রান করার মাধ্যমে শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুককে ছাড়িয়ে গেছেন জো রুট। গড়েছেন বেশ কিছু রেকর্ড।

এক বছরে রেকর্ড সর্বোচ্চ ১৭৮৮ রান রয়েছে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের। রুট করেছেন ১৬০৬ রান। তার সামনে আছেন শুধু দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস ও মোহাম্মদ ইউসুফ। আর মাত্র ১৮৩ রান করলেই শীর্ষস্থানে চলে যাবেন ইংলিশ অধিনায়ক। এ তালিকায় ১৫৫৫, ১৫৬২ ও ১৫৯৫ রান করে সাত, ছয় ও পাঁচ নম্বর পজিশনে আছেন গাভাস্কার, শচীন ও ক্লার্ক।

এছাড়াও ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ অর্ধশতক করার রেকর্ডের মালিকও হলেন রুট। রুটের মোট হাফসেঞ্চুরির সংখ্যা ৩৭। এতদিন ৩৬ অর্ধশতক নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন অ্যালিস্টার কুক।

জেডআই/

Exit mobile version