Site icon Jamuna Television

মদের খোঁজে নববধূর ঘরে পুলিশের হানা

ছবি: সংগৃহীত।

ঘরে মদ রাখা আছে কী না জানতে বিয়ের মাত্র পাঁচদিন পর এক নববধূর ঘরে তল্লাশি চালিয়েছে পুলিশ। এই ঘটনায় বিব্রত ওই নববধূর শাশুড়ি অজ্ঞান হয়ে গেছেন বলে ভারতীয় গণমাধ্যম জিনিউজ শনিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের বিহারের হাজীপুর শহরের হাটসারগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ওই এলাকার শীলা দেবীর বাড়িতে তার সদ্য বিবাহিত পুত্রের ঘরে ঢুকে তল্লাশি শুরু করে। শীলা দেবীর পুত্রবধূ পূজা কুমারী গণমাধ্যমকে বলেন, কোনো নারী সদস্য ছাড়াই পুলিশ তার কক্ষে ঢুকে তল্লাশি শুরু করেন। তার বিছানা, কাপবোর্ড, সুটকেস এবং ড্রয়ারে তল্লাশি চালায়।

পড়ুন: মাত্র ৬০ টাকায় কোটিপতি ভ্যানচালক ফজলে মিয়া

পূজা বলেন, আমি যখন জিজ্ঞাসা করলাম কী খুঁজছেন, তখন তারা আমাকে ধমক দিয়ে চুপ থাকতে বলেন। এরপর তারা আমাকে বলেন তাদের কাছে তথ্য আছে যে এই কক্ষে মদ রাখা আছে। এই পরিস্থিতিতে বিব্রত হয়ে পূজার শাশুড়ি শীলা দেবী অজ্ঞান হয়ে যান। তবে এরপরও পুলিশ তল্লাশি চালাতে থাকে।

তবে এ ব্যাপারে স্থানীয় পুলিশ কর্মকর্তা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে চলতি মাসের শুরুতে পাটনায় আরেক নববধূর ঘরে মদের খোঁজে তল্লাশি চালিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল বিহার পুলিশ।

Exit mobile version