Site icon Jamuna Television

আজ থেকে শুরু হচ্ছে বুস্টার ডোজ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রথমবারের মতো আজ রোববার (১৯ ডিসেম্বর) থেকে দেয়া শুরু হচ্ছে। রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে দুপুর ১২টায় তৃতীয় ডোজ টিকার উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে অনুষ্ঠানস্থলেই সাংবাদিকদের বুস্টার ডোজের বিস্তারিত তথ্য ও পরিকল্পনা জানাবেন।

প্রথম দিন পরীক্ষামূলকভাবে বিভিন্ন শ্রেণির ষাটোর্ধ্ব বয়সী দু-তিনজন করে ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ দেয়া হবে। পরে টিকা নিবন্ধনের জন্য তৈরি সুরক্ষা অ্যাপে বুস্টার ডোজের উপযোগীদের তালিকা তৈরির কাজ শেষ হলে সারা দেশে একযোগে বুস্টার ডোজ দেয়া শুরু হবে।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন যাদের টিকা নেয়ার সময় ছয় মাস অথবা এক বছর হয়ে গেছে, প্রথমে তারাই করোনা টিকার বুস্টার ডোজ পাবেন। প্রাথমিকভাবে দেশে ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে।

আরও পড়ুন: দেশের পাঁচ বিভাগীয় শহরে হচ্ছে বার্ন ইনস্টিটিউট

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা সারা দেশে দেয়া হবে। আমাদের হাতে বর্তমানে সাত লাখ ফাইজার টিকা রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। দেশে টিকার কোনো অভাব হবে না। ইতোমধ্যে ১১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। আরও পাঁচ কোটি টিকা মজুদ রয়েছে।

Exit mobile version