Site icon Jamuna Television

নাটকীয় ম্যাচে বার্সেলোনার জয়

ছবি: সংগৃহীত

নাটকীয় ম্যাচে এলচেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এর ফলে তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো জাভির দল।

ক্যাম্প ন্যু’তে ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। লিড এনে দেন ফেররান জুগলা। তিন মিনিট পরেই গাভি গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় কাতালানরা। কিন্তু বিপত্তি বাধে ম্যাচের দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে আবারও ভীতি ছড়ান জুগলা। এবার তার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক এদগার বাদিয়া। এর কিছুক্ষণ পরই বার্সেলোনাকে হতভম্ব করে দেয় এলচে। মুহূর্তেই দিক হারিয়ে বসা স্বাগতিকরা পরপর দুই মিনিটে দুই গোল হজম করে বসে। ৬২ ও ৬৩ মিনিটে তেতে মরেন্তে আর পেরে মিল্লার গোলে সমতায় ফেরে এলচে। তবে ৮৫ মিনিটে বার্সার হয়ে নিকো গঞ্জালেস গোল করলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

লিগে ১৭ ম্যাচে বার্সেলোনার এটি সপ্তম জয়। সঙ্গে ছয় ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে তারা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এলচে।

Exit mobile version