Site icon Jamuna Television

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ নিয়ে সমঝোতা চুক্তি আজ

আহমাদুল কবির, মালয়েশিয়া:

ফের উম্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় পুত্রজায়ায় বাংলাদেশের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ চুক্তিতে সই করবেন।

এ সমঝোতা চুক্তির জন্য মালয়েশিয়া সময় ভোর ৫ টায় (বাংলোদেশ সময় সকাল ৭টা) মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তাকে স্বাগত জানাতে রাত থেকে মালয়েশিয়া বিমান বন্দরে অপেক্ষমান ছিলেন মালয়েশিয়া আওয়ামীলীগের নেতারা।

এদিকে দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া এবং সকল সেক্টরে কর্মী নেয়ার অনুমোদন দেয় দেশটির মন্ত্রী পরিষদ। বিশেষ করে গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশী কর্মী নেবে দেশটি।

কূটনৈতিক সূত্র বলছে, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা বারবার ব্যাহত করেছে ১০টি রিক্রুটিং এজেন্সি। তাদের তৈরি সিন্ডিকেটের অবৈধভাবে এ বাজার দখলের চেষ্টায় ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে এটি বন্ধ হয়ে যায়। ওই সময় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ কমিটির বৈঠকে ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের শ্রমিক নিয়োগ বন্ধ করে দেয় দেশটি।

জানা গেছে, আগের চেয়ে এবারের সমঝোতা স্মারকে বেশকিছু বিষয়ে পরিবর্তন আসছে। এবার বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত। তবে কর্মীদের মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় বা খরচ কতো হবে, তা জানা যাবে স্মারক সইয়ের পর।

এর আগে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আর সিন্ডিকেট হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। এবার আগের চেয়ে কম খরচে কর্মীদের মালয়েশিয়া পাঠানো সম্ভব হবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী। মন্ত্রীর বক্তব্য নিয়ে প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ

Exit mobile version