Site icon Jamuna Television

ক্রিকেট খেলতে গিয়ে শাহিদের হাতে ২৫টি সেলাই

ছবি: সংগৃহীত।

নিজের চরিত্রের মধ্যে ঢুকে পড়তে বার বার নিজেকে নিয়ে পরীক্ষা দিতে হয় অভিনেতাদের। আর এই কাতারে অন্যতম বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর। এত বছর ধরে যত ধরনের চরিত্রে শাহিদ অভিনয় করেছেন, তার জেরেই দর্শকের মনে এতটা জায়গা দখল করতে সমর্থ হয়েছেন তিনি।

নিউজ১৮’র প্রতিবেদনে বলা হয়, নিজের প্রতিটি ছবির চরিত্র নিয়েই বেশ খুঁতখুঁতে শাহিদ। চরিত্রের মধ্যে ঢুকে পড়তে সাধনা করেন দীর্ঘদিন ধরে। দ্রুত তাকে দেখা যাবে জার্সি ছবিতে। শেষ কবীর সিংয়ের পর এই ছবি দিয়েই কামব্যাক করছেন অভিনেতা।

বলিউড সূত্রে খবর, জার্সিতে একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন শাহিদ। সেই ছবিতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে বহু সময় ধরে ক্রিকেটের প্র্যাকটিস করেছেন তিনি। সেই সময় সেটেই হাতে গুরুতর চোট পেয়েছিলেন শাহিদ। চোট এতটাই মারাত্মক ছিল যে, শাহিদের হাতে ২৫টি সেলাই পড়েছে। শাহিদ এই ছবিতে এমন এক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন, যিনি দীর্ঘদিন মাঠের বাইরে থেকে ফেরার চেষ্টায় মগ্ন।

আরও পড়ুন: ক্যাটরিনা-ভিকির বিয়েতে ৩ কোটি রুপি মূল্যের উপহার পাঠিয়েছেন সালমান খান

ইনস্টাগ্রােম নিজেই শেয়ার করেছেন ক্রিকেট অনুশীলনের ভিডিও। সেখানে দেখা গিয়েছে, নিজের চরিত্র ফুটিয়ে তুলতে কী তুমুল অনুশীলন করছেন অভিনেতা। ভিডিওতে ট্রেনারের উদ্দেশে শাহিদকে বলতে শোনা গিয়েছে, চিন্তা করো না, করে নেব আমি। করাতে থাকো, ছাড়বে না। এর পর ফের শাহিদকে বলতে শোনা যায়, তুমি তো জানো আমি জীবনে কখনও এটা খেলিনি।

Exit mobile version