Site icon Jamuna Television

বেলারুশের আকাশসীমায় রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শন

আবারও সামরিক শক্তিমত্তা প্রদর্শন করলো রাশিয়া। শনিবার (১৮ ডিসেম্বর) পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দু’টি যুদ্ধবিমান টহল দিলো বেলারুশের আকাশসীমায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টিইউ-২২এম৩ যুদ্ধবিমান দু’টি নিয়ে যৌথ মহড়া চালিয়েছে রুশ ও বেলারুশের বিমান বাহিনী। বেশ কয়েকটি এসইউ-থার্টি ফাইটার জেট ঘিরে রাখে এগুলোকে। চার ঘণ্টা ধরে চলে প্রদক্ষিণ। গত এক মাসে বেলারুশে রাশিয়ার তৃতীয় মহড়া এটি। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যে দুই দেশের সামরিক সম্পর্কের প্রদর্শনী বলেও মনে করছে অনেকে।

Exit mobile version