Site icon Jamuna Television

দুদিনে যুক্তরাজ্যে ঢুকেছে ৯ শতাধিক অভিবাসন প্রত্যাশী

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে মাত্র দুদিনে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশ করেছে ৯ শতাধিক অভিবাসন প্রত্যাশী। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।

শুক্রবার (১৭ ডিসেম্বর) মাত্র ১০টি ছোট নৌকায় করে ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেয় ৩৫৮ জন। এর আগের দিন ১৯টি ডিঙ্গিতে এই পথে ব্রিটেনে ঢোকে ৫৫৯ অভিবাসন প্রত্যাশী। এই দুদিনে ৫৬৪ জন অভিবাসন প্রত্যাশীকে ঠেকিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, গতবারের তুলনায় এবছর প্রায় সাড়ে তিনগুণ বেশি অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে।

২০২০ সালে ৮ হাজার ৪শ জন পাড়ি দেয় ঝুঁকিপূর্ণ পথটি। আর চলতি বছর এ পথে ব্রিটেনে ঢুকেছে ২৭ হাজার ৭শর বেশি অভিবাসন প্রত্যাশী। গত মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় নৌকা ডুবে শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়।

ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসন প্রত্যাশীরা বারবার দুর্ঘটনার শিকার হয়। গত বৃহস্পতিবার মালয়েশিয়া উপকূলে অভিবাসনপ্রার্থী বোঝাই এক নৌকাডুবিতে নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন। তার আগের দিনও একটি দুর্ঘটনায় ২৫ জন নিখোঁজ হয়েছে। প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ

Exit mobile version