Site icon Jamuna Television

ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

ছবি: সংগৃহীত।

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনের কাছে দুইটি রকেট হামলা হয়েছে। এ দুইটিই কাতিউশা রকেট। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ বিষয়ে নিশ্চিত করেছে। একটি রকেট প্রতিরক্ষা কর্মীদের দ্বারা ভূপাতিত করা হয়েছে। আরেকটি উৎসবের কাছে একটি এলাকায় ছোড়া হয়েছে আর এতে করে দুইটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মানুষের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এরইমধ্যে নিরাপত্তা বাহিনীর কর্মীরা রকেট উৎক্ষেপণের জায়গা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। ইরাকের গ্রিন জোনে মার্কিন দূতাবাস রয়েছে যেখোনে এখনও আড়াই হাজার মার্কিন সেনার উপস্থিতি রয়েছে। গ্রিন জোন লক্ষ্য করে প্রায় হামলার চেষ্টা হয়ে থাকে। বিদ্রোহী গোষ্ঠীগুলোই সাধারণত হামলা চালিয়ে আসছে। এদিকে এসবের জের ধরে ২০২২ সালের মধ্যে দেশটিতে মার্কিন সেনা কমিয়ে আনাতে কাজ করছে যুক্তরাষ্ট্র।

পড়ুন: যুক্তরাজ্যে ব্রেক্সিট মন্ত্রীর পদত্যাগ

Exit mobile version