Site icon Jamuna Television

লন্ডনে ওমিক্রন কড়াকড়ির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

যুক্তরাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট রোধে নতুন করে জারি করা কড়াকড়ির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে লন্ডনে। আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের।

শনিবার (১৮ ডিসেম্বর) ডাউনিং স্ট্রিট ও পার্লামেন্ট স্কয়ারে জড়ো হয় প্রায় ৫ হাজার বিক্ষোভকারী। বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। করোনা টিকার বিরুদ্ধেও শ্লোগান দেয় আন্দোলনকারীরা।

মিছিলটি পার্লামেন্ট স্কয়ারের পথে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ। এতে পুলিশ কর্মকর্তাসহ আহত হয় অনেকে।

যুক্তরাজ্যে হঠাৎ আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা সংক্রমণ। চাপ বেড়েই চলেছে হাসপাতালগুলোয়। দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজারের ওপর। মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ৮৫ জন।

/এডব্লিউ

Exit mobile version