Site icon Jamuna Television

দুই সন্তানের জন্য আবেগী বার্তা কারিনার

ছবি: সংগৃহীত।

বলিউড কুইন কারিনা কাপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে রয়েছেন। দুই সন্তানসহ পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার ঘটনা এটিই সম্ভবত কারিনার জীবনে প্রথম। এত কাছাকাছি থেকেও দুই সন্তানকে কোলে নিতে পারছেন না, আদর করতে পারছেন না। অথচ কদিন আগেও তৈমুর ও জাহাঙ্গীরের সাথে খুঁনসুটিতেই সময় কেটে যেত এ নায়িকার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, স্বামী সাইফ আলী খান কারিনার এই কঠিন সময়ে সর্বোচ্চ সমর্থন জুগিয়ে আসছেন। কিন্তু দুই সন্তানকে আদর করতে না পেরে বলিউড নায়িকার হৃদয়ে রক্তক্ষরণ। সেটি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া আবেগঘন বার্তায়। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে কারিনা টুইটারে ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খানের উদ্দেশে লেখেন, আমি আমার সন্তানদের মিস করছি। কোভিড আমি তোমাকে ঘৃণা করি। শিগগিরই আমি করোনা জয় করব।

আরও পড়ুন: হাত ধরে হাঁটা সেই পরিচালকের সঙ্গে আবারও মেহজাবীনের ঘনিষ্ঠ ছবি

এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) কারিনা কাপুর স্বামী সাইফের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে সাইফ অন্য একটি বাসার সামনে দাঁড়িয়ে কারিনার ঘরের দরজার দিকে তাকিয়ে আছেন। এই ছবি দিয়ে তার নিচে ক্যাপশনে বলিউড নায়িকা লিখেছেন করোনার সময়েও আমাদের ভালোবাসা এতটুকু কমেনি। আপনারা আমাদের ভুলে যাবেন না।

Exit mobile version