Site icon Jamuna Television

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের ঘোষণা

সিরিয়া থেকে শিগগিরই সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার, ওহাইও-তে এক সমাবেশে তিনি বলেন, অনেক বছর ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শত-কোটি ডলার খরচ করলেও বিনিময়ে কিছুই পায়নি যুক্তরাষ্ট্র। তাই সাহায্য বন্ধের সময় এসেছে। তবে কবে নাগাদ সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে, তা জানানো হয়নি।

ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যে আইএস জঙ্গিদের কথিত খিলাফত শতভাগ নিয়ন্ত্রণে নেয়ার পথে মার্কিন বাহিনী। মূলত সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থানরত মার্কিন সেনারা কুর্দি গেরিলাদের সাথে যৌথভাবে আইএস-বিরোধী লড়াই পরিচালনা করছে।

Exit mobile version