Site icon Jamuna Television

কোহলি বড্ড ঝগড়াটে: সৌরভ

ছবি: সংগৃহীত।

ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডের সঙ্গে সম্পর্ক খারাপ চলছে বিরাট কোহলির। বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলির সাথে কোহলির বিতর্ক এখন তুঙ্গে। কোহলির সাথে আলোচনা করা হয়েছিল এমনটি সৌরভ জানালেও কোহলির দাবি, তার সাথে বোর্ডের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি।

এমন পরিস্থিতিতে কোহলিকে নিয়ে অন্যরকম একটি মন্তব্য করলেন সৌরভ। বললেন, কোহলির অ্যাটিচিউড আমার ভালো লাগে, তবে ও বড্ড ঝগড়া করে। ক্রিকট্র্যাকার নামক একটি ওয়েবসাইট জানিয়েছে, গুরুগ্রামে একটি অনুষ্ঠানে সৌরভকে প্রশ্ন করা হয় কোন ভারতীয় ক্রিকেটারের অ্যাটিচিউড সবচেয়ে ভালো লাগে আপনার? তখনই সৌরভ সহাস্যে এ জবাব দেন।

উল্লেখ্য, বিশ্বকাপের পর পরই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি। তবে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে আগ্রহী ছিলেন না কোহলি। ৫০ ওভারের ম্যাচের নেতৃত্ব ছেড়ে দিতে কোহলিকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয় সৌরভের বোর্ড। কোহলি থেকে কোনো জবাব না মিললে ৪৯তম ঘণ্টায় তাকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক ঘোষণা করে বিসিসিআই।

আরও পড়ুন: নিলামে তোলা হচ্ছে ম্যারাডোনার ব্যবহৃত পণ্য

Exit mobile version