Site icon Jamuna Television

সমঝোতা চুক্তি সম্পন্ন, খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। আজ সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান চুক্তিতে সই করেন।

এর ফলে প্রায় সাড়ে ৩ বছর পর আবারও চালু হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। চুক্তি অনুযায়ী সব রিক্রুটিং এজেন্সির জন্য থাকছে সমান সুযোগ।

প্লানটেশন, নির্মাণসহ বিভিন্ন সেবাখাতে কর্মী নেবে মালয়েশিয়া। এই চুক্তির মাধ্যমেই কর্মীর অধিকার ও স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সমঝোতা স্মারকে জিটুজি প্লাস পদ্ধতি নেই। যুক্ত হচ্ছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি। থাকছে কর্মীদের বাধ্যতামূলক বিমা। এছাড়া চুক্তি অনুসারে কর্মীদের দেশে ফেরার ব্যবস্থাও করবে নিয়োগদাতারা। চুক্তির মেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিকেও।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আর সিন্ডিকেট হবে না বলে এর আগে আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। এবার আগের চেয়ে কম খরচে কর্মীদের মালয়েশিয়া পাঠানো সম্ভব হবে বলেও জানিয়েছিলেন তিনি। এ সম্পর্কিত প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ

Exit mobile version