Site icon Jamuna Television

বৃষ্টি-জলাবদ্ধতায় দুর্ভোগে রাজধানীবাসী

সকাল থেকে বৃষ্টি ও সড়কে জলাব্দ্ধতায় দুর্ভোগে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে। সকাল সাড়ে ৬টা থকে প্রায় টানা বর্ষণে বিভিন্ন সড়কে পানি জমে গেছে। নাকাল হতে হচ্ছে স্কুল ও অফিসগামীদের।

বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, মালিবাগ, মতিঝিল, পল্টনসহ বিভিন্ন এলাকায়। বিরূপ আবহাওয়ায় জীবিকার তাগিদে নামা মানুষকে যানবাহন না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাড়িতে উঠতে পারলেও যানজটে আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়।

আবহাওয়া অফিস বলছে, সকাল থেকে ৬টা থকে ৯টা পর্যন্ত ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version