Site icon Jamuna Television

এবার আইরিশ শিবিরে করোনার হানা

ছবি: সংগৃহীত

কদিন পরেই শুরু যুক্তরাষ্ট্রের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর। ব্যস্ত সূচির এই সময় বড় ধাক্কা খেল আয়ারল্যান্ড। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির চার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের একজন।

ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতি দিয়ে জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্র সফরের আগে কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ হওয়ায় এদিন মিয়ামিতে পৌঁছানো দলের সঙ্গে যেতে পারেননি ব্যারি ম্যাককার্থি ও জর্জ ডকরেল। তবে তারা সবশেষ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন এবং কোয়ারেন্টাইন থেকে আবার মূল দলের সাথে যুক্ত হবেন। আক্রান্ত বাকি দু’জন হ্যারি টেক্টর এবং ক্রেগ ইয়ং, সাথে সহকারী কোচ গ্যারি উইলসন।

উল্লেখ্য, আগামী ২২ থেকে ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই খেলবে আইরিশরা। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর করবে আয়ারল্যান্ড।

Exit mobile version