Site icon Jamuna Television

হাসপাতালের ছাদেই চলছে নির্বাচনী বিরিয়ানি রান্না

ছবি: সংগৃহীত।

হাসপাতালের ছাদে রান্না হচ্ছে হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি। আর সেই বিরিয়ানির সুবাস ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। কলকাতা পৌরসভার ২৮ নাম্বার ওয়ার্ডের একটি বেসরকারী হাসপাতালে এ ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ হাসপাতালকে ভোটের কাজে ব্যবহার করছে বিজেপি।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, কলকাতা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডে রয়েছে জে এন রায় হাসপাতাল। তৃণমূলের কংগ্রেসের দাবি, শনিবার (১৮ ডিসেম্বর) রাত থেকে বহিরাগতরা এসে সেখানে ভিড় জমিয়েছে। ভোটের দিন সকাল থেকে হাসপাতালের ছাদে চলছে বিরিয়ানি রান্না।

আরও পড়ুন: যৌতুক চাওয়ায় বিয়ের আসরে বরকে গণধোলাই

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জিনিউজকে বলেন, ভোটের দিন বিরিয়ানি রান্না করাটা অন্যায় নয়। টিফিনের জন্য সেটা করতেই হয়। তবে হাসপাতালের ছাদে বিরিয়ানি রান্না করাটা অন্যায়। তার অভিযোগ, ওই হাসপাতালের মালিকপক্ষ বিজেপির সাথে যুক্ত। গেরুয়া শিবির শনিবার থেকে এলাকায় বহিরাগত জমা করেছে। ওই বিরিয়ানি তাদের জন্যই রান্না করা হচ্ছে।

Exit mobile version