Site icon Jamuna Television

সিলেটে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ ডিসেম্বর) সকালে ধোপাদিঘীর উত্তরপাড় এলাকায় প্রাণিসম্পদ অধিদফতরের কোয়ার্টারের পাশে পরিত্যক্ত স্থান থেকে এই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ৯৯৯ এ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তবে এটা খুন নাকি অন্য কিছু ময়নাতদন্তের পর এটা জানা যাবে।

আরও পড়ুন: মেহেরপুরে একটি ইটভাটারও নেই ছাড়পত্র

ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন পরিচয় সনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট, আইরিশসহ বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

এসজেড/

Exit mobile version