Site icon Jamuna Television

গালি দেয়ার কারণে বরখাস্ত ৫ তোতা!

ছবি: সংগৃহীত।

ভুল করার শাস্তি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেয়া হয়। সাধারণত ভুলের শাস্তি পেয়ে থাকে মানুষ বেশি। ভুলের জন্য মৃত্যুদণ্ডের মুখোমুখি পর্যন্ত হতে হয় মানুষকে। কিন্তু অদ্ভুত এক ঘটনা ঘটেছিল যুক্তরাজ্যের লিঙ্কনশায়ার ওয়াইল্ড লাইফ পার্কে। ভুলের শাস্তি পেতে হয়েছিল পাঁচটি আফ্রিকান গ্রে তোতাপাখিকে।

পড়ুন: স্ত্রীর প্রতারণার জবাব দিলেন শ্বাশুড়ির সাথে প্রেম করে!

ঘটনাটি ২০২০ সালের সেপ্টেম্বরে। দর্শনার্থীরা তোতার খাচার সামনে ঘোরাঘুরি করছিল। আর তখনই অবাক করে দিয়ে দর্শনার্থীদের উদ্দেশ্য করে গালি দিয়ে ওঠে ওই তোতাগুলো। আর তাতেই চোখ চড়কগাছ দর্শনার্থীদের। এই খবর চলে যায় কর্তৃপক্ষের কাছে। পরে শাস্তিস্বরূপ তোতাগুলোকে প্রদর্শনী খাঁচা থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়।

পরে অবশ্য তোতার এই অদ্ভুত আচরণের ব্যাখা দেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা বলেন, বিভিন্ন সময়ে অনেক ধরনের মানুষ এই পাখি দেখতে আসে। আর তোতা খুব দ্রুতই মানুষের কথা অনুকরণ করতে পারে। অন্যান্য পাখির থেকে তোতা আরও দ্রুত মানুষের কথা রপ্ত করতে পারে। হয়তো এই সুযোগ কাজে লাগিয়েছে কোনো দুষ্ট প্রকৃতির মানুষ। তারা অলক্ষে তোতাদেরকে এমন খারাপ ভাষা শিখিয়েছে।

Exit mobile version