Site icon Jamuna Television

‘ওবায়দুল কাদেরকে আরও ২-১ দিন পর্যবেক্ষণে রাখা হবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শরীর এখন বেশ ভাল। তবে আরও দু-একদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শরফুদ্দীন আহমেদ ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পর্যবেক্ষণে গঠিত দশ সদস্যের মেডিকেল বোর্ড, কেবিন ব্লকে তাকে দেখতে যান। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের চিকিৎসকরা বলেন, ওবায়দুল কাদেরের সবগুলো চেকআপে খারাপ কিছু আসেনি। কেবিনের মধ্যে নিয়ম করে হাটাহাটিও করছেন তিনি। তবুও তাকে দু-একদিনের পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের সাথে এসময় যোগ দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকও।

Exit mobile version