Site icon Jamuna Television

পদ্মা সেতুর ২২ খুঁটির নকশা পরিবর্তন

স্বপ্নের পদ্মা সেতুর ২২ খুঁটির নকশায় পরিবর্তন আনা হয়েছে। নতুন নকশায় খুঁটির পাইল সংখ্যা বাড়ানো হয়েছে একটি করে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই চূড়ান্ত ডিজাইনের নকশা হাতে পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনটি স্প্যান ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। চতুর্থ স্প্যান স্থাপনের প্রস্তুতিও চূড়ান্ত। নির্মাণ কাজের অগ্রগতি দেখতে আগামী সোমবার পদ্মার পাড়ে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

পদ্মার তলদেশের গভীরে নরম মাটি থাকার কারণে ৬ থেকে ১২, ১৫, ১৯, ২৪ থেকে ৩৪, এবং ৩৬ ও ৩৭ নম্বর খুঁটির নকশায় পরিবর্ত আনা হয়েছে।

পরিবর্তিত নকশায় চার খুঁটিতে সাতটি করে পাইল বসবে। এর মধ্যে অন্যান্য খুঁটির মতো রেকিং ছয়টি পাইল এবং মাঝে ভারটিক্যাল অর্থাৎ দাঁড়ানো আরও একটি অতিরিক্ত পাইল স্থাপন হচ্ছে।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version