Site icon Jamuna Television

নিজের প্রথম ক্লাবকে কিনে নিলেন রোনাল্ডো

ছবি: সংগৃহীত

জ্বালাতান ইব্রাহিমোভিচের দেখানো পথে হাঁটলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনাল্ডো। কিনে নিলেন শৈশবের ক্লাব ক্রুজেইরো’কে। স্প্যানিশ ও ইতালিয়ান ফুটবল মাতিয়ে এখন ক্লাব মালিকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনি।

রোনাল্ডোর পেশাদার ফুটবলের যাত্রা এই ক্লাব দিয়েই শুরু হয়েছিলো। ১৯৯৩ সালে ক্রুজেইরো’র জার্সি চাপিয়ে অভিষেক হয় তার। এদিকে ব্রাজিলের ফুটবলে অনেকটাই পিছিয়ে পড়েছে ক্রুজেইরো। ক্লাবটির পুরনো গৌরব ফিরিয়ে আনাতে কাজ করার কথা জানিয়েছেন তিনি। ​শৈশবের ভালোবাসার টানে নিলামে হারিয়েছেন লিভারপুলের মালিকপক্ষ ফেনওয়ে গ্রুপ’কে। এর আগে ২০১৮ সালে লা লিগার দল রিয়াল ভায়াদেলিদের ৫১ শতাংশ মালিকানা কিনেছেন রোনাল্ডো।

Exit mobile version