Site icon Jamuna Television

মালদ্বীপের সাথে বন্দি বিনিময় চুক্তি, মন্ত্রিসভার অনুমোদন

মালদ্বীপের সাথে বন্দি বিনিময় চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খসড়ার অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব জানান, মালদ্বীপের কারাগারে থাকা সাজাপ্রাপ্ত বন্দিদের দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে দেশটির সাথে বন্দি বিনিময় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। জানান, মালদ্বীপের কারাগারে সাজাপ্রাপ্ত ৪৩ ও বিচারাধীন অবস্থায় বন্দি আছেন ৪০ জন বাংলাদেশি। এ চুক্তির ফলে দুই দেশ চাইলে তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে আনতে পারবেন। দেশে ফিরিয়ে আনার পর এখানে তাদের বাকি সাজা খাটতে হবে।

এছাড়া বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভার বৈঠকে।

Exit mobile version