Site icon Jamuna Television

ইহুদি নেতাদের সঙ্গে সৌদি প্রিন্সের গোপন বৈঠক

কট্টর ইসরায়েলপন্থি নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এক প্রতিবেদনে ইসরায়েলী দৈনিক- হারেৎজ জানিয়েছে এ তথ্য।

প্রতিবেদন থেকে জানা যায়, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণে অর্থ দেয়া এবং ফিলিস্তিন-বিরোধী বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন যুবরাজ। বৈঠকের কারণ বা আলোচনার বিষয়বস্তু জানা যায়নি। তবে যুবরাজের ফাঁস হওয়া সফরসূচিতে দেখা গেছে, স্ট্যান্ড আপ ফর ইসরায়েল, এআইপিএসি, উত্তর আমেরিকার ইহুদি গোষ্ঠী- জেএফএনএ-সহ বেশ কিছু সংগঠন রয়েছে এ তালিকায়। ইসরায়েলের অবরোধের প্রতিবাদে ফিলিস্তিনীদের অহিংস আন্দোলন দমনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সংগঠনগুলো।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে যুবরাজকে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর তথ্য দেয়ার অভিযোগ করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তদন্তের দাবি জানিয়ে গোয়েন্দা সংস্থা-এফবিআইকে চিঠিও দিয়েছেন তারা।

Exit mobile version