Site icon Jamuna Television

সল্টকে আউট করে নুন ছিটিয়ে দিলেন বিনুরা ফার্নান্দো! (ভিডিও)

বিনুরা ফার্নান্দোর সল্ট বে সেলিব্রেশন। ছবি: সংগৃহীত

কাটা ঘায়ে নুনের ছেটার কথা শোনা যায় প্রায়ই। এবার উইকেট নিয়ে নুন ছেটানোর উদযাপন করে আলোচনায় এলেন লঙ্কান বোলার বিনুরা ফার্নান্দো। লঙ্কান প্রিমিয়ার লীগে ফিলিপ সল্টকে আউট করে আলোচিত উদযাপনটি করেছেন ক্যানডি ওয়ারিয়র্সের এই বোলার।

আরও পড়ুন: কোপার ট্রফি নিয়ে নেইমারের ইটের জবাবে আর্জেন্টাইনদের পাটকেল

তুরস্কের বিখ্যাত রন্ধন শিল্পী সল্ট বে’র খাদ্য পরিবেশনের সময় লবণ ছেটানোর এক বিখ্যাত স্টাইল অনুকরণ করেন বিনুরা ফার্নান্দো। লঙ্কান প্রিমিয়ার লীগের ক্যানডি ওয়ারিয়র্স এবং ডাম্বুলা জায়ান্টসের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

ডাম্বুলা জায়ান্টস ব্যাটিংয়ের সময় তাদের ওপেনার ফিলিপ সল্টকে বোল্ড করে আউট করার পর বিনুরা এই সেলিব্রেশন করেন। তার এই অভিনব কায়দার উদযাপন ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

আরও পড়ুন: ব্যাট হাতে গড়া অ্যান্ডারসনের যে রেকর্ডের ধারেকাছে নেই কেউ!

Exit mobile version