Site icon Jamuna Television

মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বে যুবক খুন

রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসায় দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের চাপাতির আঘাতে মাইনুল ইসলাম সিলন নামে এক যুবক খুন হয়েছেন।

রোববার (১৯ ডিসেম্বর) বিকালে প্রতিপক্ষের লোকজন সিলনকে চাপাতি দিয়ে আঘাত করলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সিলন ঝিকরা গ্রামের রিয়াজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে ঝিকরা গ্রামের মাদক কারবারি দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে রোববার দুপুরের পর থেকে বেশ কয়েকবার মাদক কারবারিদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ওই সময় সিলন এক গ্রুপের পক্ষ নিয়ে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের চাপাতির আঘাতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় একজন হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

জেডআই/

Exit mobile version