Site icon Jamuna Television

বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ টিকা উপহার দিল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র সরকার কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ফাইজারের আরেও ১৭ লাখ ৮০ হাজার ডোজ কোভিড-১৯ টিকা উপহার দিয়েছে। সর্বশেষ দেয়া এই অনুদানের ফলে বাংলাদেশকে আমেরিকান জনগণের পক্ষ থেকে মোট ১ কোটি ৮৫ লাখ টিকা ডোজ উপহার দেয়া হলো।

আজ রোববার (১৯ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ন মিলার বলেন, আমরা বাংলাদেশকে আরেক দফা ফাইজার টিকা অনুদান দিতে পেরে গর্বিত। যুক্তরাষ্ট্রের দেয়া এই উপহার বাংলাদেশ সরকারকে আরো বেশি মানুষকে বিশেষ করে তরুণ বয়সীদের জন্য টিকাদান কার্যক্রমের গতি ধরে রাখতে সহায়তা করবে।

আরও পড়ুন: বিএনপি ‘না’ রোগে আক্রান্ত: তথ্যমন্ত্রী

ফাইজারের এই টিকা অনুদান যুক্তরাষ্ট্র সরকারের বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবেলায় ১০০ কোটি টিকা অনুদানের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ, যা ২০২২ সালের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।

জেডআই/

Exit mobile version