Site icon Jamuna Television

ক্রিসমাসের ছুটি ওমিক্রনের ঝুঁকি বাড়াবে যুক্তরাষ্ট্রে

ক্রিসমাসের ছুটিতে ভ্রমণ করলে বাড়বে ওমিক্রন সংক্রমণ। ঝুঁকিতে রয়েছেন পূর্ণ ডোজ করোনার টিকাগ্রহীতারাও। রোববার (১৯ ডিসেম্বর) এ সতর্কবার্তা দিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্যবিদ ডক্টর অ্যান্থনি ফাউচি।

ডক্টর ফাউচি বলেন, ওমিক্রনের দ্রুত বিস্তার ঘটানোর ক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রে নতুন এই ভ্যারিয়েন্ট ছড়ালে স্বাস্থ্য ব্যবস্থায় পড়বে বাড়তি চাপ।ডেল্টা ভ্যারিয়েন্টের রোগী সামলাতেই হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। তার ওপর আবার দেশটিতে বেড়েছে দৈনিক সংক্রমণ এবং প্রাণহানি। পরিস্থিতি মোকাবেলায় ছুটির মৌসুমে ভ্রমণ এড়ানোর পাশাপাশি করোনা শিষ্টাচারগুলো মানার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জোর দেন ভ্যাকসিন গ্রহণের প্রতিও।

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্যবিদ আরও বলেন, বিচক্ষণতাকে কাজে লাগান। ওমিক্রনের সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। বরং ক্রিসমাস মৌসুমে ভ্রমণ বৃদ্ধির কারণে ঘটবে করোনার নতুন ভ্যারিয়েন্টের বিস্তার। যার অর্থ নিজেকে ও পরিবারকে ঝুঁকিতে ফেলা। সুতরাং পূর্ণ ডোজ ভ্যাকসিনের পর বুস্টার গ্রহণ করলেও বাধ্যতামূলক পড়ুন মাস্ক। এড়িয়ে চলুন জনসমাগম।

সিডিসির তথ্য অনুসারে, ৭৩ শতাংশ মার্কিন নাগরিক এসেছেন টিকাদানের আওতায়। আর ৩০ ভাগ মানুষ পেয়েছেন বুস্টার ডোজ। মহামারিতে যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৮ লাখের বেশি মানুষ।

গতকালও ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৫ হাজারের বেশি মানুষ। প্রতিবেদনটি পড়ুন এখানে।

/এডব্লিউ

Exit mobile version