Site icon Jamuna Television

নিউজিল্যান্ডে টাইগারদের সবাই করোনা নেগেটিভ

সবাই করোনা মুক্ত হওয়ায় শেষ টাইগারদের কোয়ারেন্টাইন।

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন মুক্ত হবার শেষ পরীক্ষায় দলের সবাই নেগেটিভ সনদ পেয়েছে। যার ফলে কাল থেকে অনুশীলন শুরু করতে পারবে পুরো বাংলাদেশ দল।

নিউজিল্যান্ড সফরে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা আক্রান্ত হওয়ার পর তৈরি হয় কোয়ারেন্টাইন জটিলতা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বাড়তি কোয়ারেন্টাইন যোগ করে টাইগার শিবিরে। তবে হোটেল বন্দি জীবন থেকে মুক্তি পেতে গতকাল সবশেষ করোনা টেস্ট করিয়েছিল বাংলাদেশ। কোয়ারেন্টাইন থেকে মুক্ত হওয়ার জন্য টাইগারদের সামনে শর্ত ছিল একটাই, সবাই সুস্থ থাকলে মিটবে জটিলতা।

আর হয়েছেও তাই, সোমবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ নিশ্চিত করেছেন মমিনুলরা সবাই টেস্টে নেগেটিভ সনদ পেয়েছেন। খালেদ মাহমুদ বলেন, সবাই করোনা নেগেটিভ হওয়ায় আগামীকালে থেকে প্র্যাকটিস শুরু করবে খেলোয়াড়রা। লিংকন ইউনির্ভাসিটি গ্রাউন্ডে সকাল সোয়া দশটা থেকে শুরু হবে অনুশীলন। সেখানে জিমনেসিয়ামের ফ্যাসিলিটিও পাবো। তারপর হোটেলে ফিরবো আমরা। স্বাভাবিকভাবে চলাফেরা করার সুযোগ থাকবে তখন।

আরও পড়ুন: মিডিয়ার মনোযোগ কাড়তেই সাকিবের বায়োপিকের কথা বলেছেন সৃজিত!

Exit mobile version