Site icon Jamuna Television

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বারবার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।

প্রসঙ্গত, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য না নেয়ায় মৃত্যুঝুঁকি বেড়েছে। বর্তমান অবস্থায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি দেশে নেই বলে জানিয়েছেন তার চিকিসকরা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

/এডব্লিউ

Exit mobile version