Site icon Jamuna Television

দিল্লিতে তাপমাত্রা ৩.২ ডিগ্রি-কলকাতায় ১১, ঠাণ্ডায় কাঁপছে ভারত

ভারতের হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে শুরু হয়েছে তুষারপাত। ছবি: সংগৃহীত।

উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে নেমেছে হিম ঠাণ্ডা। প্রতিদিনই কমছে তাপমাত্রা। সোমবার (২০ ডিসেম্বর) এরই প্রভাবে রাজধানী শহর দিল্লিতে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৩.২ ডিগ্রি সেলসিয়াসে। এদিন কলকাতায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কাশ্মির, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের একাংশে গত কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে নেমে গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

আবহাওয়াবিদরা বলছেন, এই ঠাণ্ডার কারণ শৈত্যপ্রবাহ। পশ্চিম থেকে ঠাণ্ডা হাওয়া ঢোকার কারণেই তাপমাত্রার এই পরিমাণ পতন ঘটছে। এর প্রভাবে অমৃতসার এবং পাঞ্জাবে পারদ শূন্য ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।

আরও পড়ুন: আফগানিস্তানে মানবিক বিপর্যয়: কূটনৈতিক তৎপরতায় ভারত ও পাকিস্তান

গত কয়েকদিন ধরেই জম্মু-কাশ্মিরের শ্রীনগরে রাতের তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। পাহেলগামে তা নেমেছে মাইনাস ৭.৪ ডিগ্রিতে। লাদাখে তা ইতোমধ্যেই পৌঁছেছে মাইনাস ১৯ ডিগ্রিতে। হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশও ঢেকেছে বরফে। তবে ২২ ডিসেম্বরের পর থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে বলে জানা গেছে।

এসজেড/

Exit mobile version