Site icon Jamuna Television

গাজীপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

গাজীপুরে শ্বাসরোধে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্ততরা।

রোববার (১৯ ডিসেম্বর) রাতের কোন এক সময় পূবাইলের ইছালী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত অটোরিকশা চালক রমজান আলী নারায়গঞ্জের মহাজনপুর এলাকার দাইয়ান ভূঁইয়ার ছেলে। তিনি হাড়িনাল এলাকায় স্থানীয় আজিজের বাড়িতে ভাড়া থেকে ভাড়ায় অটো চালাতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান, রাতের কোন এক সময় ইছালী এলাকায় দুর্বৃত্তরা চালক রমজানকে হত্যা করে ব্রিজের নিচে লাশ ফেলে রেখে অটো রিকশা নিয়ে পালিয়ে যায়। নিহতের বুকে ছুরিকাঘাত এবং মুখমন্ডল থেতলানো অবস্থায় রয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

/এসএইচ

Exit mobile version