Site icon Jamuna Television

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

আঙুলের চোট কাটিয়ে মিরপুরে ব্যাটিং অনুশীলনে ফিরলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিপিএল ঘিরে মাঠের ক্রিকেটে ফিরতে মরিয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

এদিন মিরপুরের ইনডোরে দীর্ঘক্ষণ নক করেন তামিম। একই সাথে খেলেছেন স্পিন বল। তবে নেটে ছিল না কোনো পেসার। ধীরে ধীরে বাড়বে তার ওয়ার্কলোড। এর আগে স্ক্যান রিপোর্টে আঙুলের চিড় প্রায় সেরে ওঠায় পুনর্বাসনে পাঠান চিকিৎসক। কিন্তু সময়ের আগেই সবুজ সংকেত পেয়ে মাঠে ফিরেছেন তামিম।

আরও পড়ুন: পাকিস্তান সফরে যাওয়ার সময় চূড়ান্ত করলো নিউজিল্যান্ড

গত ২২ নভেম্বর ইংল্যান্ডের লিডসে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান তামিম। চোটের কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে তার খেলা হয়নি টি-টোয়েন্টি সিরিজ। এছাড়া তিনি নাম সরিয়ে নেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও।

আরও পড়ুন: মিডিয়ার মনোযোগ কাড়তেই সাকিবের বায়োপিকের কথা বলেছেন সৃজিত!

Exit mobile version