Site icon Jamuna Television

ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন শোয়েব মালিকের ভাতিজা

ছবি: সংগৃহীত।

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন পাকিস্তানের মোহাম্মদ হুরাইরা। পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের ভাই তারিক মালিকের ছেলে হুরাইরা। চাচার মতোই ক্যারিয়ারের শুরুটা দুর্দান্ত হয়েছে তার।

সোমবার (২০ ডিসেম্বর) কায়েদ-এ আজম ট্রফির ম্যাচে বেলুচিস্তানের বিপক্ষে ৩৪৩ বলে ৪০টি চার ও ৪ ছক্কায় ৩১১ রানের ইনিংস খেলেছেন ১৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। এর আগে কনিষ্ঠতম ব্যাটাসম্যান হিসেবে ১৭ বছর বয়সে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন জাভেদ মিঁয়াদাদ।

আরও পড়ুন: যে লজ্জার রেকর্ডে বাংলাদেশের পরই ইংল্যান্ড

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৩১ জন খেলোয়াড় ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন। সর্বশেষ ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে ৩৩৫ রান করে এই রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন চারজন। তারা হচ্ছেন- হানিফ মোহাম্মদ, ইনজামাম-উল-হক, ইউনুস খান ও আজহার আলি।

জেডআই/

Exit mobile version