Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় নিহত মিতু স্মরণে জবিতে মোমবাতি প্রজ্জ্বলন

মোমবাতি জ্বালিয়ে মিতুকে স্মরণ করেন তার সহপাঠীরা।

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সাবরিনা আক্তার (মিতু) স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

সোমবার (২০ ডিস্মেবর) নিহত মিতুর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহপাঠীরা এই কর্মসূচির আয়োজন করেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মোমবাতি জ্বালানোর পাশাপাশি নীরবতা পালন করে মিতুকে স্মরণ করা হয়৷ এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিতু পরিবারের বড় সন্তান ছিল জানিয়ে তার পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত শনিবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পৌর এলাকার অন্তর্গত রামপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত হন জবি শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতু।

/এসএইচ

Exit mobile version