Site icon Jamuna Television

ওমিক্রন রোধে অনুষ্ঠান বাতিলের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে ছুটির দিনগুলোর অনুষ্ঠান বাতিলের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার এক বক্তব্যে সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম বলেন, সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলতে হবে।

এসময় তিনি ক্রিসমাসসহ সব ধরনের অনুষ্ঠান বাতিলের আহ্বান জানান। এরই মধ্যে কড়াকড়ি অবস্থানে গেছে ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশ। আবার লকডাউন দিয়েছে নেদারল্যান্ডস। এছাড়া নতুন বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছে ব্রিটেন। ডব্লিউএইচও বলছে, কোভিডের ডেল্টা ধরনের চেয়ে দ্রুতগতিতে ছড়ায় ওমিক্রন।

তবে আগামী বছরের মাঝামাঝি বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হলে ২০২২ সালেরই বিদায় হবে করোনা। এমন আশার কথাও বলেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম। তিনি বলেন, চলতি বছরে ৩৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এখনও প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০ হাজার করে। যা এইডস, ম্যালেরিয়া, যক্ষার চেয়ে কয়েকগুণ বেশি। তাই স্বাভাবিক অবস্থায় ফিরতে হলে আমাদের বিধি নিষেধ মেনে চলার বিকল্প নেই। বিশেষ করে ছুটির দিনে জনসমাগম এড়িয়ে পরিবারের সাথে থাকুন। কারণ জীবন বিসর্জন দেয়ার চেয়ে একটা অনুষ্ঠান বিসর্জন দেয়াই উত্তম।

এদিকে ক্রিসমাসের ছুটিতে ভ্রমণ করলে ওমিক্রন সংক্রমণ বাড়বে বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্যবিদ ডক্টর অ্যান্থনি ফাউচি। এ নিয়ে প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ

Exit mobile version