Site icon Jamuna Television

১২ দিন পর পৃথিবীতে ফিরলেন জাপানি ধনকুবের

মহাকাশ ভ্রমণ শেষে ১২ দিন পর পৃথিবীতে ফিরলেন জাপানি ধনকুবের ইউসাকু মায়েযাভা। সোমবার (২০ ডিসেম্বর) সফর শেষে কাজাখস্তানে অবতরণ করেন তিনি।

এই ভ্রমণে তার সফরসঙ্গী ছিলেন, ব্যক্তিগত সহকারী ইয়োযো হিরানো এবং রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার মিসুরকিন। ১২ দিনের এ সফরে মহাশূন্যে কী কী করছেন সেই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ছবি ও ভিডিও আপলোড করেছেন তিনি। মহাকাশে ভরশূন্য অবস্থায় চা বানানোর অভিজ্ঞতার কথাও বলেন তিনি। এমনকি স্পেস স্টেশন থেকে লাইভ ইন্টারভিউও দেন ইউসাকু।

২০২৩ সালে আবারও মহাকাশে যাওয়ার পরিকল্পনা কথা জানান তিনি। এর আগে মহাকাশ ভ্রমণ করেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস ও ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন।

/এডব্লিউ

Exit mobile version