Site icon Jamuna Television

গোপালগঞ্জে শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু

গোপালগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ভ্যাকসিন। এর ফলে শিক্ষার্থীরা ঝুঁকিমুক্ত হবার পাশাপশি নির্বিঘ্নে পড়ালেখা করতে পারবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভকরা।

গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে করোনার টিকা। দীর্ঘ ২ বছর শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি শিক্ষার্থীরা। তবে টিকা পেয়ে দ্রুত তারা ক্লাসে ফিরতে পারবে এমন আশা তাদের। শিক্ষকরাও মুখিয়ে রয়েছেন নিয়মিত ক্লাসে ফিরতে।

দেশে শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন দেয়া হচ্ছে আগে থেকেই। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জেও শুরু হয়েছে টিকা দেয়ার কার্যক্রম, এমনটাই জানালেন জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

সিভিল সার্জন ও জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে চলছে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। জেলার ২৬ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এর আগে রাঙ্গামাটিতে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হয়েছে। স্কুল শিক্ষার্থীদের টিকার আওতায় আনার প্রক্রিয়া হিসেবে এই কার্যক্রম চলছে। প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ

Exit mobile version