Site icon Jamuna Television

কর ফাঁকির জরিমানা ২১ কোটি ডলার!

হুয়াং ই, চীনের ‘কুইন অব লাইভস্ট্রিমিং।

কর ফাঁকি দেয়ার অভিযোগে চীনের এক অনলাইন তারকাকে ২১ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির আয়কর কর্তৃপক্ষ।

সোমবার (২০ ডিসেম্বর) ‘কুইন অব লাইভস্ট্রিমিং’ হিসেবে খ্যাত হুয়াং ই নামের এ তারকাকে বিপুল অঙ্কের এ জরিমানা করা হয়।


হুয়াংয়ের বিরুদ্ধে ২০১৯ ও ২০২০ সালে ব্যক্তিগত আয়ের তথ্য গোপন ও অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়। ৩৬ বছর বয়সী হুয়াং লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম তাওবাওয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার জন্য সুপরিচিত। যদিও কর ফাঁকির ঘটনায় ক্ষমা চেয়েছেন এ অনলাইন তারকা।

উল্লেখ্য, ব্যক্তিগত কর ফাঁকির অভিযোগে গত মাসে চীনের দুজন লাইভস্ট্রিমিং ইনফ্লুয়েন্সারকে প্রায় ১০ কোটি ইউয়ান জরিমানা করা হয়।

/এসএইচ

Exit mobile version