Site icon Jamuna Television

করোনা আক্রান্তের নতুন রেকর্ড স্পর্শ করলো নিউইয়র্ক

গত এক সপ্তাহে নিউইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৪ শতাংশ।

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে নিউইয়র্ক সিটিতে। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) ২১ হাজার ২৭ জন নতুন করে করোনা আক্রান্ত হওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউইয়র্কের পরিসংখ্যান অনুযায়ী, এর আগে নিউইয়র্কে সর্বোচ্চ দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছিল চলতি বছরের ১৪ জানুয়ারি। ওই দিন সর্বোচ্চ ১৯ হাজার ৯৪২ জন শনাক্ত হয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, আক্রান্তের সংখ্যা বাড়লেও হাসপাতালগুলোতে রোগী ভর্তির হার কম। নতুন আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৮৩৯ জন। অথচ তুলনামূলক হিসেবে ১৪ জানুয়ারি হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যা ছিল ৮ হাজার ৮৮।

গত শুক্রবার পাওয়া তথ্য অনুযায়ী, সাত দিনের ব্যবধানে নিউইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৪ শতাংশ। মঙ্গলবার সেখানে নতুন শনাক্তের সংখ্যা ছিল ৮ হাজার ২৬৬।

উল্লেখ্য, গত এপ্রিলে নিউইয়র্কের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যা প্রায় ১৯ হাজার ছুঁয়েছিল।

/এসএইচ

Exit mobile version