Site icon Jamuna Television

অগ্নুৎপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিলামে রোনালদোর জার্সি

অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিলামে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সি। আয়কৃত অর্থ ব্যয় করা হবে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে।

স্পেনের ক্যানারি আইল্যান্ডের লা পালমায় কয়েকদিন আগে হঠাৎ করে অগ্ন্যুতৎপাতের ঘটনা ঘটে। যার কারণে ক্ষতিগ্রস্থ হয় মানুষ। প্রায় ৩ হাজার বাড়ি প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে জার্সি নিলামে তুলছেন ক্রিশ্চিয়ানো। জার্সিটির বিশেষত্ব হলো তিনি শুধু এটিতে অটোগ্রাফ দেননি, সঙ্গে লা পারমার মানুষদের জন্য লিখেছেন একটি সুন্দর বার্তাও।

এদিকে লিওনেল মেসিকে কেনার পর থেকে বেশ আর্থিক চাপে রয়েছে পিএসজি। বাধ্য হয়ে জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে সাত ফুটবলারকে ছেড়ে দিতে পারে ক্লাবটি। প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ

Exit mobile version