Site icon Jamuna Television

চট্টগ্রামে বহুতল ভবন ও মন্দির হেলে পড়ায় আতঙ্ক

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় দু’টি বহুতল ভবন ও একটি মন্দির হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে দুটি ভবনের বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, গোলজার খালে গত দুই মাস ধরে অপরিকল্পিতভাবে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চালাচ্ছিল চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশন সিডিএ। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরের পর হঠাৎ করে দু’টি ভবন ও একটি মন্দির খালের দিকে হেলে পড়ে। আশপাশের কয়েকটি টিনশেড ঘরও হেলে পড়েছে বলে জানা গেছে, ফাঁটল ধরেছে মাটিতে।

অভিযোগ, অনেকদিন ধরেই ভবন ক্ষতিগ্রস্ত হবার শঙ্কার বিষয়টি বলা হচ্ছিল প্রকল্প সংশ্লিষ্টদের। কিন্তু এ বিষয়ে কোনো গুরুত্বই দেয়নি কেউ। ঘটনাস্থলে আপাতত ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। তবে, সিটি করপোরেশন বা সিডিএ’র কোনো তৎপরতা এখনও শুরু হয়নি।

এসজেড/

Exit mobile version