Site icon Jamuna Television

বন্যায় ভেঙে গেলো সেতু

বন্যার পানির তোড়ে ভেঙে গেলো গোটা একটি সেতু, ভেসে গেলো নদীতে। সোমবার (২০ ডিসেম্বর) এমন দৃশ্য দেখা গেছে বলিভিয়ার মাইরানা শহরে।

এর আগে, বন্যার প্রভাবে দুর্বল হয়ে পড়ে হাইওয়ে সংলগ্ন সেতুটির দু’পাশের পিলার। এক পর্যায়ে ভেঙেই পড়ে ভেসে যায় তীব্র স্রোতের সাথে। কিছুক্ষণের মধ্যেই ভাঙতে থাকে তীরবর্তী রাস্তার অংশ। কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও ব্রিজটি ভেঙে যাওয়ায় বিপর্যস্ত সেখানকার যোগাযোগ ব্যবস্থা।

উল্লেখ্য, টানা কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার মধ্যাঞ্চলে। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কয়েকশ আশ্রয়প্রার্থী। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি।

/এসএইচ

Exit mobile version