Site icon Jamuna Television

‘চওমিন চাটনি’ খেয়ে শতাধিক বানরের মৃত্যু

জিভে জল আনা একটি খাবার হচ্ছে চাটনি। সেই চাটনি খেয়ে শতাধিক বানরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলার দাবারসি গ্রামে গত সপ্তাহে এই ঘটনাটি ঘটেছে বলে দেশটির গণ মাধ্যম এনডিটিভি জানিয়েছে।

প্রথমিক প্রতিবেদন অনুসারে, বানরগুলোকে বিষ প্রয়োগ করা হয়েছে। কিন্তু, স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘চওমিন চাটনি’ খাওয়ার পর বানরগুলো মারা গেছে।

ভারতের বন বিভাগ এ বিষয়ে তদন্ত করছে। ময়দা তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version