Site icon Jamuna Television

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা: ইসরায়েলে বাইডেনের উপদেষ্টা

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তেল আবিব সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে জ্যাক সুলিভান বৈঠক করবেন বলে জানা গেছে।

সোমবার (২০ ডিসেম্বর) বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মি. সুলিভানের সফরের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। জানা গেছে, রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথেও বৈঠকে বসবেন মি. সুলিভান।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইসরায়েলে পৌঁছানোর কথা অ্যাডভাইজার সুলিভানের। এ সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মধ্যপ্রাচ্য পরিচালক ব্রেট ম্যাকগার্কসহ অন্য মার্কিন কর্মকর্তারা।

জ্যাক সুলিভানের এ সফরে গুরুত্ব পাবে ইরানের পরমাণু কর্মসূচি। মার্কিন প্রশাসনের মতে, যুক্তরাষ্ট্র চেষ্টা করবে ইরানকে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিয়ে যেতে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনেকদূর এগিয়েছে তেহরান। তবে পারমাণবিক অস্ত্র উন্নয়নের চেষ্টার কথা সবসময়ই অস্বীকার করে আসছে ইরান।

এদিকে, বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না বলে পূর্ণ চুক্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

/এসএইচ

Exit mobile version